ফাউন্ডেশন সিরিজ আইজাক আসিমভের লেখা বিজ্ঞান কল্পকাহিনী। এই সিরিজের বইয়ের সংখ্যা ছয়টি। এই সিরিজের প্রথম তিনটি বই ফাউন্ডেশন ট্রিলজি নামে ১৯৬৬ সালে দ্য ওয়ার্ল্ড সাইন্স ফিকশন কনভেনশন থেকে ভোটের মাধ্যমে বেস্ট অল টাইম সাইন্স ফিকশন সিরিজ হিসেবে হুগো এওয়ার্ড এর জন্য নির্বাচিত হয়।
ফাউন্ডেশন (০১) - অ্যাইজাক আজিমভ
ফাউন্ডেশন (০১) - অ্যাইজাক আজিমভ বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক আইজ্যাক আসিমভের অন্যতম জনপ্রিয় সিরিজ হচ্ছে ফাউন্ডেশন সিরিজ। এই সিরিজের বইগুলো হচ্ছে প্রিলুড টু ফাউন্ডেশন, ফরওয়ার্ড দ্য ফাউন্ডেশন, ফাউন্ডেশন, ফাউন্ডেশন অ্যান্ড এম্পায়ার, সেকেন্ড ফাউন্ডেশন, ফাউন্ডেশন'স এজ ও ফাউন্ডেশন অ্যান্ড আর্থ।
সিরিজের মূল কাহিনী এগিয়েছে গণিতবিদ হ্যারি সেলডনকে কেন্দ্র করে। হ্যারি তার জীবন কাটিয়েছেন গণিতের একটি শাখাকে নির্মাণ করার মধ্য দিয়ে। এই শাখার নাম হচ্ছে সাইকোহিস্টোরি। এটা গাণিতিক সামাজিক বিজ্ঞানের ধারণার সাথে যুক্ত যেটা কি-না গাণিতিক পদার্থবিজ্ঞানের সমার্থক। ভর ক্রিয়া সূত্রকে ব্যবহার করে এটি ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দিতে পারে। তবে সেটা বড় স্কেলে সম্ভব হয়। এটা এই নীতিতে কাজ করে যে, একটি সমষ্টিগত মানুষের আচরণ প্রেডিক্ট করা যাবে যদি এই সংখ্যাটা খুব বেশি হয়। মানুষের সংখ্যা যত বেশি হবে, ভবিষ্যৎ সম্পর্কে তত সঠিক করে ধারণা দেয়া যাবে।এই কৌশলকে ব্যবহার করে সেলডন গ্যালাকটিক সাম্রাজ্যের উত্থান পতন সম্পর্কে ধারণা দেন। এই সাম্রাজ্যগুলো ছিল পুরো মিল্কিওয়ে জুড়ে বিস্তৃত। দ্বিতীয় সাম্রাজ্য উত্থানের আগে প্রথম গ্যালাকটিক সাম্রাজ্য ডার্ক এজের প্রায় ত্রিশ হাজার বছর ধরে বিস্তৃত ছিল। সময় ( ডার্ক এজ) এবং গ্যালাকটিক সাম্রাজ্যের ওপর ভিত্তি করে যে ফিকশনাল বা কাল্পনিক জগৎ আজিমভ চিন্তা করেছিলেন সেই জগতেই কিন্তু তার রোবোট সিরিজ আর গ্যালাকটিক সিরিজের উপন্যাস বা গল্পগুলো অবস্থান করে। এভাবে রোবোট সিরিজে আছে চারটি উপন্যাস এবং গ্যালাকটিক সিরিজে আছে তিনটি উপন্যাস। তার অর্থ দাঁড়ালো এই সাতটি উপন্যাস এবং ফাউন্ডেশন সিরিজের সাতটি উপন্যাস আজিমভের ফিকশনাল ফাউন্ডেশন জগতে অবস্থিত। এছাড়া ডজন খানিক ছোটগল্পও এই জগতে অবস্থিত।
ফাউন্ডেশন সিরিজের সূত্রপাত হয় অ্যাসটাউন্ডিং ম্যাগাজিনে মে ১৯৪২ থেকে জানুয়ারি ১৯৫০ সাল পর্যন্ত আটটি সিরিজ গল্প প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে। আজিমভ জানান এডওয়ার্ড গিবসনের 'হিস্টোরি অব ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার' গ্রন্থটি পড়ার মাধ্যমে এই সিরিজটি সম্পর্কে ধারণা পান তিনি।
Download
ফরওয়ার্ড দ্য ফাউন্ডেশন (০৬) - আইজাক আসিমভ
বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক আইজ্যাক আসিমভের অন্যতম জনপ্রিয় সিরিজ হচ্ছে ফাউন্ডেশন সিরিজ। এই সিরিজের বইগুলো হচ্ছে প্রিলুড টু ফাউন্ডেশন, ফরওয়ার্ড দ্য ফাউন্ডেশন, ফাউন্ডেশন, ফাউন্ডেশন অ্যান্ড এম্পায়ার, সেকেন্ড ফাউন্ডেশন, ফাউন্ডেশন'স এজ ও ফাউন্ডেশন অ্যান্ড আর্থ।
সিরিজের মূল কাহিনী এগিয়েছে গণিতবিদ হ্যারি সেলডনকে কেন্দ্র করে। হ্যারি তার জীবন কাটিয়েছেন গণিতের একটি শাখাকে নির্মাণ করার মধ্য দিয়ে। এই শাখার নাম হচ্ছে সাইকোহিস্টোরি। এটা গাণিতিক সামাজিক বিজ্ঞানের ধারণার সাথে যুক্ত যেটা কি-না গাণিতিক পদার্থবিজ্ঞানের সমার্থক। ভর ক্রিয়া সূত্রকে ব্যবহার করে এটি ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দিতে পারে। তবে সেটা বড় স্কেলে সম্ভব হয়। এটা এই নীতিতে কাজ করে যে, একটি সমষ্টিগত মানুষের আচরণ প্রেডিক্ট করা যাবে যদি এই সংখ্যাটা খুব বেশি হয়। মানুষের সংখ্যা যত বেশি হবে, ভবিষ্যৎ সম্পর্কে তত সঠিক করে ধারণা দেয়া যাবে।
এই কৌশলকে ব্যবহার করে সেলডন গ্যালাকটিক সাম্রাজ্যের উত্থান পতন সম্পর্কে ধারণা দেন। এই সাম্রাজ্যগুলো ছিল পুরো মিল্কিওয়ে জুড়ে বিস্তৃত। দ্বিতীয় সাম্রাজ্য উত্থানের আগে প্রথম গ্যালাকটিক সাম্রাজ্য ডার্ক এজের প্রায় ত্রিশ হাজার বছর ধরে বিস্তৃত ছিল। সময় ( ডার্ক এজ) এবং গ্যালাকটিক সাম্রাজ্যের ওপর ভিত্তি করে যে ফিকশনাল বা কাল্পনিক জগৎ আজিমভ চিন্তা করেছিলেন সেই জগতেই কিন্তু তার রোবোট সিরিজ আর গ্যালাকটিক সিরিজের উপন্যাস বা গল্পগুলো অবস্থান করে। এভাবে রোবোট সিরিজে আছে চারটি উপন্যাস এবং গ্যালাকটিক সিরিজে আছে তিনটি উপন্যাস। তার অর্থ দাঁড়ালো এই সাতটি উপন্যাস এবং ফাউন্ডেশন সিরিজের সাতটি উপন্যাস আজিমভের ফিকশনাল ফাউন্ডেশন জগতে অবস্থিত। এছাড়া ডজন খানিক ছোটগল্পও এই জগতে অবস্থিত।
ফাউন্ডেশন সিরিজের সূত্রপাত হয় অ্যাসটাউন্ডিং ম্যাগাজিনে মে ১৯৪২ থেকে জানুয়ারি ১৯৫০ সাল পর্যন্ত আটটি সিরিজ গল্প প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে। আজিমভ জানান এডওয়ার্ড গিবসনের 'হিস্টোরি অব ডিক্লাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার' গ্রন্থটি পড়ার মাধ্যমে এই সিরিজটি সম্পর্কে ধারণা পান তিনি।
Download
Download (Server 2)
ফাউন্ডেশন এজ
গ্যালাক্সিতে ফাউন্ডেশন সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। যাদের শক্তি ও প্রভাব আগের সাম্রাজ্য এম্পায়ার এর চাইতেও সুষম। এমতাবস্থায় ফাউন্ডেশন এর রাজধানী টার্মিনাসের কাউন্সিলম্যান গোলান ট্রাভিজ মনে করেন সেকেন্ড ফাউন্ডেশন এর অস্তিত্ব রয়েছে। তার এই ধারণার কথা মেয়রের কাছে ফাস হয়ে গেলে ট্রভিজকে মেয়র অত্যাধুনিক মাহাকাশযান দিয়ে নির্দেশ দেন সেকেন্ড ফাউন্ডেশন খুজে বের করার জন্য। তাকে অনুসরণ করে প্রথম ও দ্বিতীয় ফাউন্ডেশন পরস্পরের মুখোমুখি হয়। উভয়েই চায় একে অপরকে ধ্বংস করতে। এই পরিস্থিতিতে ট্রাভিজকে নিতে হয় গ্যালাক্সির ভাগ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
Download
Download (Server 2)
আইজাক আসিমভের ফ্যান্টাসি গল্প